সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কানিজ ফাতেমা নাম রাখা কেন হারাম?

কানিজ ফাতেমা শব্দের অর্থ ফাতেমার দাস।  কানিজ শব্দটি একটি ফার্সি শব্দ । যার উৎপত্তি স্থান বর্তমান ইরানে । কানিজ অর্থ হল দাস। কানিজ ফাতেমার সম্পুর্ন অর্থ দাড়ায় ফাতেমার দাস। এখন প্রশ্ন আসতে পারে এই নাম কিভাবে প্রচলন হল ? আমরা জানি আমাদের অঞ্চল আগে থেকেই শিয়া ধর্ম দ্বারা প্রভাবিত। আর শিয়া ধর্মের একটা অংশ হল ফাতেমা রাঃ কে অনেক বড় মনে করা। এজন্য তারা নিজেদের কে তার দাস বলে বলতে পছন্দ করে। কিনতু আল্লাহর নাম ছাড়া কারোর দাস মুসলিম হতে পারে না। যদি কেও নিজেকে ফাতেমা রা এর দাস মনে করে তবে সে নিশ্চিত ভাবেই শিরক করল। আমরা আমাদের যারা মুসলিম আছি তারা যেন নিজেদের কে শিয়াদের মত ধর্ম বিশ্চুত না হই সে দিকে লক্ষ্য রেখে এরকম শিরকি নাম দেওয়া থেকে বেচে থাকি । 
সাম্প্রতিক পোস্টগুলি

জাহান্নামের আগুন থেকে মুক্তির পাবার আমল।

জাহান্নাম  এর আগুন থেকে বাচার নিশ্চিত গ্যারান্টি খুব কম আমল এর ই আছে। তার মধ্যে অন্যতম সহজ উপায় নিচে দেওয়া হল। আমলটি হলঃ   যোহরের ৪ রাকাত ফরজের আগে ৪ রাকাত সুন্নাত ও পড়ে ৪ রাকাত সুন্নাত পড়া। যে এই যোহরের ওয়াক্তে ৪রাকাত সুন্নাত +৪রাকাত ফরজ +৪ রাকাত সুন্নাত  নামাজ নিয়মিত আদায় করবে সে জাহান্নাম এর আগুন থেকে মুক্তি পাবেই আল্লাহ তা মুহাম্মদ সঃ কে বলে দিয়েছেন হাদিস এ। হাদিসঃ  গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة) হাদিস নম্বরঃ ১২৬৯ ২৯৬. যুহরের পূর্বে ও পরে চার রাক‘আত সলাত আদায় করা প্রসঙ্গে ১২৬৯। আনবাসাহ ইবনু আবূ সুফয়ান (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু হাবীবাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নিয়মিতভাবে যুহরের পূর্বে চার রাক‘আত এবং পরে চার রাক‘আত সলাত আদায় করবে, তার জন্য জাহান্নাম হারাম করা হবে।[1] সহীহ। যেভাবে আদায় করবেনঃ প্রথমে ৪ রাকাত সুন্নাত আদায় করবেন তারপর জামায়া